বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আদালতে নওয়াজ পরিবারের আবেদন প্রত্যাখ্যান

দুর্নীতির কারণে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপরেও তার নিজের দল এখনো ক্ষমতায়। সরকারের মন্ত্রীরাও তার অনুগত। কিন্তু তার পরেও তিনি আদালতে হাজিরা দেওয়া থেকে মুক্তি পাচ্ছেন না। সশরীরে নওয়াজকে হাজিরা থেকে মুক্তি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক আদালত (এনএবি)। বিচারক মুহাম্মদ বশির একটি লিখিত রায় দিয়েছেন। তাতে নওয়াজ শরিফ পরিবারের ওই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

সর্বশেষ খবর