মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পর্যটকরা আর তাজমহলে নামাজ পড়তে পারবেন না

কলকাতা প্রতিনিধি

বহিরাগত বা পর্যটকরা আগ্রার তাজমহল কমপ্লেক্সের ভিতর অবস্থিত মমতাজ মসজিদে গিয়ে আর জুমার নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র স্থানীয় মুসলিমরাই তাদের সচিত্র পরিচয়পত্র নিয়ে সেখানে নামাজ আদায় করতে পারবেন। এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিক্রি এবং অশোক ভূষণের বেঞ্চ প্রশ্ন তোলে বহিরাগতরা কেন তাজমহলের ভিতরে গিয়ে নামাজ আদায় করবেন। বেঞ্চ আরও জানায় বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম হলো এই তাজমহল। সেখানে বসে নামাজ আদায়ের কোনো প্রয়োজন নেই। তাজের বাইরে অন্য অনেক মসজিদ রয়েছে চাইলে তারা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারেন। জুমার নামাজ আদায়ের জন্য প্রতি শুক্রবারে বহু বাংলাদেশি নাগরিক, অ-ভারতীয়সহ অন্যরাজ্যের লোকজন তাজে প্রবেশ করছে। এই সম্পর্কিত একটি অভিযোগ উঠে আসার পরই তাজমহলের সুরক্ষার কারণ দেখিয়ে চলতি বছরের ২৪ জানুয়ারি একটি আদেশ জারি করে স্থানীয় জেলা প্রশাসন। সেখানে বলা হয় কেবলমাত্র আগ্রার স্থানীয় বাসিন্দারাই পরিচয়পত্র দেখিয়ে ভিতরে যাওয়ার ছাড়পত্র পাবেন এবং জুমার নামাজ আদায় করতে পারবেন।

জেলা প্রশাসনের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সৈয়দ ইব্রাহিম হোসেন জাইদি নামে এক আবেদনকারী। আদালতের কাছে তিনি জানান প্রতি বছর কয়েক লাখ মানুষ তাজ ভ্রমণে আসেন কিন্তু আগ্রা শহরের অতিরিক্ত জেলা শাসক কার্যালয়ের এক আদেশের ফলে তারা নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন আবেদনকারীর সেই আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দেয় ‘ওই নামাজ আদায়কারীদের তাজমহলে গিয়ে নামাজ আদায়ের কী প্রয়োজন আছে। সেখানে তো আরও অনেক মসজিদ রয়েছে, তারা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারেন।

সর্বশেষ খবর