পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী ১৮ আগস্ট শপথ নিচ্ছেন পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই নেতা ও সিনেটর ফয়সাল জাভেদ। এর আগে জানানো হয়েছিল ১১ (আজ) আগস্ট শপথ নেবেন। কিন্তু হঠাৎ করেই সেই তারিখ পরিবর্তন করা হয়। ইমরান খানের দল পিটিআই দেশটির ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পরিষদের ১১৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানে সরকার গঠনের জন্য ১৩৭টি আসন দরকার। স্বতন্ত্র ও ছোট ছোট দল থেকে প্রয়োজনীয় আসন নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফয়সাল আরও জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ভারতের সাবেক তিন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরা হলেন কপিল দেব, নবজাত সিং সিধু ও সুনিল গাভাস্কার। এর আগে আগামী পরশু জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন। ওই দিন নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও হাউসের নেতা নির্বাচনের ব্যবস্থা করবেন। যদিও প্রেসিডেন্ট মামনুন ওই সময়ে বিদেশ সফরের কথা। কিন্তু শপথ অনুষ্ঠানের জন্য সফর পিছিয়ে দিয়েছেন। এদিকে পিটিআই দলের পক্ষ থেকে জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম ঘোষণা করেছে। এর আগে আসাদ খাইবার পাখতুনখোয়া রাজ্যসভার স্পিকার ছিলেন। গতকাল পিটিআইয়ের নীতি নির্ধারণী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি। তিনি আরও জানান, পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে চৌধুরী সারওয়ারকে। সারওয়ার এর আগে ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। ১৯৯৭ সালে তিনি গ্লাক্সো গোভান থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০১৩ সালে তিনি ব্রিটিশ রাজনীতি ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে আসেন। ডন, জিও নিউজ
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে