পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী ১৮ আগস্ট শপথ নিচ্ছেন পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই নেতা ও সিনেটর ফয়সাল জাভেদ। এর আগে জানানো হয়েছিল ১১ (আজ) আগস্ট শপথ নেবেন। কিন্তু হঠাৎ করেই সেই তারিখ পরিবর্তন করা হয়। ইমরান খানের দল পিটিআই দেশটির ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পরিষদের ১১৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানে সরকার গঠনের জন্য ১৩৭টি আসন দরকার। স্বতন্ত্র ও ছোট ছোট দল থেকে প্রয়োজনীয় আসন নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফয়সাল আরও জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ভারতের সাবেক তিন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরা হলেন কপিল দেব, নবজাত সিং সিধু ও সুনিল গাভাস্কার। এর আগে আগামী পরশু জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন। ওই দিন নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও হাউসের নেতা নির্বাচনের ব্যবস্থা করবেন। যদিও প্রেসিডেন্ট মামনুন ওই সময়ে বিদেশ সফরের কথা। কিন্তু শপথ অনুষ্ঠানের জন্য সফর পিছিয়ে দিয়েছেন। এদিকে পিটিআই দলের পক্ষ থেকে জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম ঘোষণা করেছে। এর আগে আসাদ খাইবার পাখতুনখোয়া রাজ্যসভার স্পিকার ছিলেন। গতকাল পিটিআইয়ের নীতি নির্ধারণী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি। তিনি আরও জানান, পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে চৌধুরী সারওয়ারকে। সারওয়ার এর আগে ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। ১৯৯৭ সালে তিনি গ্লাক্সো গোভান থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০১৩ সালে তিনি ব্রিটিশ রাজনীতি ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে আসেন। ডন, জিও নিউজ
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ