ইরানের সঙ্গে যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেন যেভাবে হেরেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেভাবেই পরাজিত হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ওয়াশিংটন যতই চাপ দিক না কেন, তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই বাতিল করবে না বলেও জানিয়েছেন তিনি। ইরাকের সঙ্গে ১৯৮০-৮৮ পর্যন্ত চলা যুদ্ধের স্মরণে রাজধানী তেহরান ও বন্দর আব্বাসে নৌবাহিনীর কুচকাওয়াজ ও মহড়ার মধ্যেই গতকাল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেওয়া ভাষণে রুহানি এসব বলেন, জানিয়েছে রয়টার্স। ‘ট্রাম্পেরও একই অবস্থা হবে। আমেরিকা সেই পরিণতিই বরণ করবে, সাদ্দাম হোসেনের ভাগ্যে যা হয়েছিল। ইরান তার প্রতিরক্ষা অস্ত্র ছাড়বে না, যার মধ্যে ক্ষেপণাস্ত্রও আছে, যেগুলো আমেরিকাকে ক্রুদ্ধ করে,’ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে বলেন ইরানি প্রেসিডেন্ট। চলতি বছরের মে মাসে ট্রাম্প প্রশাসন ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়তে থাকে। গত মাসে ট্রাম্প ইসলামিক এই প্রজাতন্ত্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞাও দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার পথেও এগোচ্ছে; যদিও তেহরান বলেছে, তেমনটা হলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তেল রপ্তানিও আটকে দেবে। উপসাগরে ইরানের নৌমহড়ায় প্রায় ৬০০ নৌযান অংশ নিয়েছে বলেও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আগের দিন তারা সমুদ্রে বিমান মহড়াও করেছে। তেল রপ্তানির পথ নির্বিঘ্ন রাখতে উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি বহর অনেক দিন ধরেই ক্রিয়াশীল।
শিরোনাম
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
ট্রাম্পের পরিণতি হবে সাদ্দামের মতো : হাসান রুহানি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর