Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৯ নভেম্বর, ২০১৮ ০০:১৬

ক্যালিফোর্নিয়ার দাবানল

ট্রাম্প বললেন জলবায়ু নয় বন ব্যবস্থাপনা দায়ী

ট্রাম্প বললেন জলবায়ু নয় বন ব্যবস্থাপনা দায়ী

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে সেখানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাম্প ফায়ার নামের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দাবানলটিতে এ পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে এবং এক হাজার ২৭৬ জন নিখোঁজ রয়েছেন, তবে নিখোঁজের সংখ্যাটি পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা; খবর বিবিসির। দাবানলে ধ্বংস হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার সুন্দর শহর প্যারাডাইস। যেখানে হলিউডের অনেক তারকার অবকাশ কেন্দ্র ও বাড়ি। তাদের অনেকের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই শহরে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে ‘দুঃখ’ পেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি এই আগুনের জন্য জলবায়ু পরিবর্তনকে নয় বরং এর জন্য দুর্বল বন ব্যবস্থাপনা দায়ী বলে মন্তব্য করেছেন। যদিও বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন। প্যারাডাইস শহরে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘ব্যবস্থাপনার রক্ষাণাবেক্ষণও করতে হবে আমাদের, পরিবেশ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর সঙ্গেও আমাদের কাজ করতে হবে। আমার মনে হয় না এই পরিসরে এটি আর হবে।’  ভয়াবহ এই দাবানলের কারণে পুরো রাজ্যের বায়ুতে ব্যাপক দূষণ দেখা দিয়েছে।


আপনার মন্তব্য