মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংক্ষেপে

ফিলিপাইনে হামলার দায় স্বীকার আইএসের

ফিলিপাইনে গির্জায় বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। রবিবারের প্রার্থনাসভা চলার সময়ে ফিলিপাইনের একটি ক্যাথলিক চার্চে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এর পরই ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গ্র“প ইসলামিক স্টেটের বার্তা সংস্থা আমাক-এ একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে ওই হামলাকে আত্মঘাতী বলে বর্ণনা করা হয়েছে। দাবি করা হয়েছে, এতে নিহত হয়েছেন ১২০ জন। ওদিকে ওই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে ফিলিপাইন। এএফপি

আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আপাতত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার হচ্ছে না। তবে দেশটিতে যুদ্ধবিরতি ঘোষণা করলে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি জানান, আফগান তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আফগানিস্তানে আজীবন থাকতে চায় না মার্কিন সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাতারে আফগান তালেবানদের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের সময় নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এএফপি

এই মার্কিন কর্মকর্তা বলেন, অবশ্যই আমরা আফগানিস্তানে স্থায়ী সামরিক উপস্থিতি চাই না। আমাদের লক্ষ্য হলো আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি স্থাপনের পর গঠিত সরকারের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারিত্ব চাই। আমরা নিজেদের সুনাম প্রতিষ্ঠা করে আফগানিস্তান ছাড়ব। শনিবারের আলোচনায় অগ্রগতির উচ্চকিত প্রশংসা করেছেন মার্কিন কর্মকর্তারা এবং রক্ষণশীল ইসলামী গোষ্ঠীর নেতারা। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতার কোনো খসড়া এখনো চূড়ান্ত হয়নি। সমঝোতার গুরুত্বপূর্ণ বিষয় যুদ্ধবিরতি নিয়ে আফগান তালেবানরা দেশটির সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসার প্রয়োজনীয়তা স্বীকার করেনি। যদিও যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক সমঝোতার জন্য এটাকে গুরুত্বপূর্ণ মনে করছে। এএফপি

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ৩২২ কিলোমিটার দূরে কুশিনগর নামক এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও ভেতর থেকে সফলভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। রুটিন মহড়ার অংশ হিসেবে উত্তর প্রদেশের গোরাখপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বরে দেশটির রাজস্থান রাজ্যের জোধপুরের বানাদ অঞ্চলে মিগ-২৭ বিমান বিধ্বস্তের পর এই ঘটনা ঘটল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর