বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অর্থ না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

অর্থ না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়তে অর্থ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী কংগ্রেস ৫৭০ কোটি ডলার মঞ্জুর করছে না। তবে পরাজয় কার্যত মেনে নিলেও অন্য উৎস থেকে অর্থ সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়ে তোলার প্রশ্নে এতকাল অনমনীয় ছিলেন ট্রাম্প। তিনি এই প্রাচীর গড়তে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন। কিন্তু বিরোধী ডেমোক্র্যাট দল তা অস্বীকার করায় ডিসেম্বর মাসে প্রশাসনের একাংশ বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। ফলে অনেক সরকারি কর্মীর বেতন বন্ধ হয়ে গিয়েছিল। পরে রণে ভঙ্গ দিয়ে আরো আলোচনার স্বার্থে সেই ‘শাটডাউন’ সাময়িকভাবে তুলে নিতে কার্যত বাধ্য হন প্রেসিডেন্ট। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, যে সমঝোতা হয়েছে, তাতে তিনি মোটেই খুশি নন। পরে এক টুইটে তিনি বলেন, কংগ্রেস তাঁকে দাবি মতো অর্থ বরাদ্দ করুক বা না করুক, তিনি ঠিকই তাঁর দেয়াল নির্মাণ করবেন। এএফপি।

সর্বশেষ খবর