শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইরানবিরোধী মার্কিন আহ্বান প্রত্যাখ্যান ইউরোপের

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আমেরিকার উদ্যোগে আয়োজিত ইরান বিরোধী আন্তর্জাতিক সম্মেলন কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করা এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য বলে প্রচার করা হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির অন্য কর্মকর্তারা বোঝাতে চেয়েছেন, মূলত এটি হবে ইরান বিরোধী একটি সম্মেলন। কিন্তু সম্মেলনে অংশগ্রহণকারী অন্য দেশ ওয়াশিংটনের ইরান বিরোধী নীতির প্রতি সমর্থন না দেওয়ায় সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করতে পারেনি আমেরিকা।

সর্বশেষ খবর