শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর অফিসে পেট্রলবোমা হামলা

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার দফতরে শনিবার পেট্রলবোমা হামলা চালিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর দফতরের প্রবেশপথে বোমাটি নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। এ সময় উভয় পক্ষের প্রায় ডজনখানেক আহত হন। গ্রেফতার করা হয় বিরোধী দলের এক নেতাকে। বিবিসি জানিয়েছে, নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির দায়ে তিন মাস ধরে বর্তমান প্রধানমন্ত্রী ইদি রামার পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। এর মধ্যেই শনিবারের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এ সময় গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা স্লোগান দেয়, আমরা একটি ইউরোপিয়ান আলবেনিয়া চাই। গত ফেব্রুয়ারি থেকেই নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার আলবেনিয়ার সরকারবিরোধীরা। বিরোধী এমপিরা পার্লামেন্ট বর্জন করছেন। শনিবার হামলার পর ভবিষ্যতে আরও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর