পাকিস্তানের পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে হামলা চালানো বন্দুকধারীদের তিনজনই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। এর আগে বন্দুকধারীদের গুলিতে এক নিরাপত্তাকর্মী নিহত ও কয়েকজন আহত হন। সূত্র : রয়টার্স। গত শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। এর পরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে। কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয়তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষ পর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি ওই হামলার দায় স্বীকার করে জানায়, তারা চীনা এবং অন্য বিদেশি বিনিয়োগকারীদের টার্গেট করেছিল। খবরে বলা হয়, যে এলাকার হোটেলে এ হামলা চালানো হয় সেখানে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। তাদের বক্তব্য, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না। প্রাপ্ত খবর অনুযায়ী, হামলার দিন বিকালেই পার্ল কন্টিনেন্টাল হোটেলে একদল বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল। বন্দুকধারীরা ওই বৈঠকে অংশগ্রহণকারীদের টার্গেট করেই হামলা চালিয়েছিল। হোটেলের প্রবেশপথে একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করে বন্দুকধারীরা হোটেলে ঢুকে পড়েছিল।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার