সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

ছেলের নাম নরেন্দ্র মোদি রাখলেন মুসলিম নারী

মোদির জয়ের দিনে জন্ম, ছেলের নাম নরেন্দ্র মোদি রাখলেন মুসলিম নারী। ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝড়ে কুপোকাত  দেশটির বিরোধী শিবির। সেই ঝড়ে উত্তরপ্রদেশের পারসাপুর এলাকার মহরাউর গ্রামের মুসলিম পরিবারে জন্ম হয় এক ছেলে শিশুর। আর মোদির জয়ের দিনে সন্তান জন্ম নেওয়ায় ‘নরেন্দ্র দামোদর দাস মোদি’ রেখেছেন শিশুটির মা। সন্তানের জন্ম দেওয়া উত্তরপ্রদেশের ওই নারীর নাম মেহনাজ বেগম। ২৩ মে ছেলের নাম ঠিক করার দিন নির্ধারণ করা ছিল। সেদিনই মোদির নাম মাথায় আসে তার। সেই নামেই নিজের ছেলের নাম ঠিক করেন তিনি।

 আশপাশের সবাই তাকে মত বদলাতে বললেও, তিনি অনড় থাকেন বলে ভারতীয় একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন তার শ্বশুর।

দুবাইতে কর্মরত ওই নারীর স্বামী মুস্তাক আহমেদকে খবর দেওয়া হলে তিনিও চেষ্টা করেন স্ত্রীর মত বদলাতে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছাকে মেনে নেন তিনি। প্রধানমন্ত্রীর নামে নাতির নাম রাখার ব্যাপারে মেহনাজের শ্বশুর ইদ্রিস বলেছেন, ‘শিশুর নাম রাখার বিষয়টি পরিবারের ব্যক্তিগত ব্যাপার। তাই অন্যদের এতে নাক গলানো উচিত নয়।’

সর্বশেষ খবর