শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা
তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ

ইরানকে দায়ী করে জাতিসংঘে প্রতিবেদন আরব আমিরাতের

নিজেদের উপকূলে গত মাসে চারটি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় ‘একটি দেশের সরকারের হাত আছে’ বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিবেদনে তারা বলেছে, ১২ মের ওই হামলা ‘অত্যাধুনিক ও সমন্বিত অভিযানের’ চিহ্ন বহন করছে। আর ওই দেশটি যে ইরান সেটি নানাভাবে ইঙ্গিত দিয়েছে। মাসখানেক আগের ওই হামলায় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরব ও নরওয়ের নৌযানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও জাতিসংঘে দেওয়া প্রতিবেদনে আরব আমিরাত কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেনি বলে জানিয়েছে বিবিসি।  তেহরান শুরু থেকেই তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ অস্বীকার করে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছে। হরমুজ উপত্যকার বাইরে আরব আমিরাতের জলসীমায় ফুজাইরার পূর্ব অংশে ১২ মে ওই হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। চারটি জাহাজ এ ‘অন্তর্ঘাতমূলক হামলায়’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরে নিশ্চিত করে আমিরাত কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর