শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

সৌদিতে অস্ত্র বিক্রি নিষিদ্ধে তৎপর মার্কিন কংগ্রেস

সৌদি আরবে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রি থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন আইন প্রস্তাব করেছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান টেড লিউয়ের আনা ওই প্রস্তাবে হোয়াইট হাউসে সম্প্রতি অনুমোদন পাওয়া সৌদি আরবের সঙ্গে ২২টি অস্ত্র বিক্রি চুক্তি বাতিলের কথা বলা হয়েছে। প্রতিনিধিদের দাবি, ইরানের হুমকির কথা হাজির করে এ চুক্তি করা হলেও তেমন কোনো প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট কংগ্রেসম্যানদের দাবি, এ চুক্তি হলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের আঘাতেই প্রাণ হারাবে হাজার হাজার বেসামরিক।

সম্প্রতি কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অস্ত্র বিক্রির ক্ষেত্রে সাধারণত মার্কিন কংগ্রেসের অনুমোদনের দরকার হলেও বিশেষ অবস্থায় প্রশাসনিক আদেশ দিয়ে তা অনুমোদনের ক্ষমতা ব্যবহার করেছেন ট্রাম্প। বিশেষ অবস্থা ঘোষণার কারণ হিসেবে ইরানের কাছ থেকে হুমকি বৃদ্ধির দাবি করেছেন তিনি। শুক্রবার ট্রাম্পের প্রশাসনিক এ আদেশের বিষয়টি কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ডেমোক্র্যাট সদস্যদের অভিযোগ, পার্লামেন্টে কঠোর বিরোধিতার মুখে পড়ার আশঙ্কাতেই কংগ্রেসকে পাশ কাটিয়েছেন ট্রাম্প।

সর্বশেষ খবর