Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৬ জুন, ২০১৯ ২৩:০৭

আসামে নাগরিকপঞ্জি

খসড়া তালিকা থেকে বাদ আরও এক লাখ

দীপক দেবনাথ, কলকাতা

খসড়া তালিকা থেকে বাদ আরও এক লাখ

ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়ল প্রায় এক লাখ মানুষের নাম। বুধবার ‘রেজিস্টার জেনালের অব ইন্ডিয়া’র তরফে একটি অতিরিক্ত খসড়া তালিকা প্রকাশিত হয়, যেখানে এক লাখ দুই হাজার ৪৬২ জন নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ ২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত এনআরসি-এর চূড়ান্ত খসড়া তালিকাতেও এই মানুষগুলোর নাম ছিল। কিন্তু এবার অন্তর্ভুক্তির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হলেন তারা।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই আসামে প্রকাশিত হয় এনআরসি চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি-এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয় ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৬৭ জনের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। অর্থাৎ সব মিলিয়ে এনআরসি তালিকা থেকে বাদ গেল ৪১ লাখেরও বেশি মানুষের নাম।

মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই তালিকা সংশোধন করা হচ্ছে। যাদের নাম তালিকায় রয়েছে, তাদের প্রত্যেকের বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে আলাদা করে জানানো হবে।


আপনার মন্তব্য