বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউরোপীয় পার্লামেন্টে ইরানবিরোধী প্রস্তাব পাস

ইউরোপীয় পার্লামেন্টে ইরানবিরোধী প্রস্তাব পাস হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানে মানবাধিকার রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, কেননা এটি একটি ইসলামী শরিয়ত বিধান এবং এ ব্যাপারে অন্যের উপদেশের প্রয়োজন ইরানের নেই।

তিনি ইউরোপীয় পার্লামেন্টের ইরানবিরোধী প্রস্তাব গ্রহণের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটি একতরফা, একপাক্ষিক, বাস্তবতা বিবর্জিত ও হতাশাজনক প্রস্তাব। এমন সময় ইরানবিরোধী প্রস্তাব গৃহীত হলো যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে এবং ইরানের ৮ কোটি মানুষের অধিকার পদদলিত করেছে।’  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের তেহরানবিরোধী প্রস্তাব থেকে বোঝা যায়, ‘ইরানের বাস্তবতাকে তারা আজও চিনতে পারেনি। তারা কেবল মিথ্যা, অনির্ভরযোগ্য ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে ইরানকে অভিযুক্ত করছে।’

সর্বশেষ খবর