শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরিসের বিরুদ্ধে লড়ছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আলী

বরিসের বিরুদ্ধে লড়ছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আলী

আলী মিলানি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে এবার লেবার পার্টির হয়ে ভোটে লড়ছেন ইরানি অভিবাসী বাবা-মায়ের ছেলে আলী মিলানি। ১২ ডিসেম্বর দেশটির সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী আলী মিলানি। তেহরান থেকে মা আর বোনের সঙ্গে পাঁচ বছর বয়সে লন্ডনে এসেছিলেন। সোশ্যাল হাউসিংয়ে থাকতেন তারা। সাউথ রাইস্লিপের অক্সব্রিজের প্রতিনিধি বরিস জনসন। এ আসনটিতে ২০১৫ সাল থেকে লড়ে আসছেন তিনি। কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের সময় সেখান থেকে বরিসের ঝুলিতে এসেছিল মাত্র ৫ হাজার ৩৪ ভোট। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে এখন শিরোনামে তরুণ আলী। সম্প্রতি এক দৈনিককে আলী বলেছেন, ‘বরিস আর প্রধানমন্ত্রী নন, একজন পার্লামেন্ট সদস্যও নন, এ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জড়িতও আর নন, এ বিষয়টি যদি নিশ্চিত করতে হয়, তাহলে একটাই পথÑ অক্সব্রিজ থেকে তাকে হারাতে হবে।’

আলী বলেছেন, এ লড়াইয়ে তার বড় সুবিধা যে তিনি স্থানীয় বাসিন্দা। তাই এলাকাটির সঙ্গে বরিসের তুলনায় তার অনেক বেশি পরিচিতি। আলীর পরিবার অক্সব্রিজেই থাকে। এখানকার স্কুলেই তার পড়াশোনা। ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। ব্রিটেনে ইহুদিবিরোধী আন্দোলন করে বিখ্যাত হয়ে ওঠেন এই তরুণ আলী।

সর্বশেষ খবর