শিরোনাম
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ন্যাটো জীবন্মৃত, বললেন ম্যাক্রোঁ

সামরিক জোট হিসেবে ন্যাটোর ‘ব্রেন ডেথ’ হয়ে গেছে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। জার্মানির চ্যান্সেলর ও অন্য নেতারা অবশ্য এই মূল্যায়নের সঙ্গে একমত নন। শীর্ষ সম্মেলনের আগে এখন এই সংস্থাটি নিয়েই বিতর্ক দানা বাঁধছে। লন্ডনভিত্তিক সংবাদপত্র ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এ প্রেসিডেন্ট সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ন্যাটোর সঙ্গে ওয়াশিংটনের আলোচনা না করে নেওয়ার বিষয়টি উল্লেখ করে জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন, জানিয়েছে বিবিসি। ম্যাক্রোঁ মনে করেন, সামরিক জোট হিসেবে ন্যাটো মরতে চলেছে। বর্তমানে ন্যাটোর ব্রেন ডেথ চলছে। তার মতে, সদস্য দেশগুলোর মধ্যে কৌশলগত সমন্বয়ের অভাব এবং  ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার গতিপ্রকৃতি বোঝা যেভাবে কঠিন হয়ে পড়ছে, সে কারণেই এই রাষ্ট্র জোটের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে? এই বাস্তবতা সম্পর্কে তিনি ইউরোপের দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। আগামী সপ্তাহে ন্যাটোর শীর্ষ সম্মেলন। তার আগে এই মন্তব্য করলেন ম্যাক্রোঁ।

সর্বশেষ খবর