শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মোরালেসের পতনে ‘সাদা সোনা’

মোরালেসের পতনে ‘সাদা সোনা’

বিদ্যুৎচালিত গাড়ি এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম অপরিহার্য। ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এর চাহিদা দ্বিগুণে দাঁড়াবে। বর্তমানে এই লিথিয়ামের মোট মজুদের অর্ধেক রয়েছে বলিভিয়ায়। আর এই লিথিয়ামকে বলা হয় ‘সাদা সোনা’। বলিভিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, দেশটিতে লিথিয়ামের বিশাল খনিজসম্পদ হাতিয়ে  নেওয়ার জন্য তার বিরুদ্ধে অভ্যুত্থান করা হয়েছে। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস বা ওএএস নামের মার্কিন মদদপুষ্ট সংস্থা এই অভ্যুত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। চলতি মাসের গোড়ার দিকে বলিভিয়া পালিয়ে যান মোরালেস। পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই এ ঘটনা ঘটে। বিরোধীরা দাবি করেছে এ নির্বাচন জালিয়াতি হয়েছে। বিরোধীদের বক্তব্যকে কেন্দ্র করে দেশটিতে পুনর্বার নির্বাচন দিতে চেয়েছিলেন মোরালেস। কিন্তু বলিভিয়ার পুলিশ এবং সেনাবাহিনী বিনা ঘোষণায় সমর্থন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত মেক্সিকোতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। রাশিয়া টুডের  স্পেনিশ ভাষায় প্রচারিত অনুষ্ঠানে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেরার সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন মোরালেস। তিনি বলেন, ওএসএস তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছে। তিনি আরও বলেন, অক্টোবরে অনুষ্ঠিত বলিভিয়ার নির্বাচন নিয়ে ওএএস যে প্রতিবেদন দিয়েছে তাতে কিছু অনিয়ম ঘটার কথা বলা হয়েছে। কিন্তু জালিয়াতি হয়েছে- এমন কথা উল্লেখ করা হয়নি কোথাও। তিনি আরও জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম লিথিয়াম খনিজসম্পদ রয়েছে বলিভিয়ায়। অর্থনৈতিক ভবিষ্যতের কথা  ভেবে একে জাতীয়করণ করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু এ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য মার্কিন মদদপুষ্ট অভ্যুত্থান ঘটনার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় বলেও জানান তিনি। বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করে মার্কিন কোম্পানি টেসলা এবং এতে ব্যবহার হয় লিথিয়াম ব্যাটারি। বলিভিয়ার লিথিয়াম কুক্ষিগত করতে সক্ষম হয়েছে এ কোম্পানি।

 

সর্বশেষ খবর