শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর নিয়ে ফের ট্রাম্পকে ফোন ইমরানের

কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের কথা বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের প্রশংসা জানিয়ে ইমরান খান বলেন, মার্কিন প্রেসিডেন্টকে কাশ্মীরে শান্তিপূর্ণ সমাধানে চাপ প্রয়োগ করে যেতে হবে। ট্রাম্পও বার বার মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে যাচ্ছেন। তবে ভারতের দাবি, কাশ্মীর তাদের  অভ্যন্তরীণ ব্যাপার।

সর্বশেষ খবর