শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবার ফ্লোরিডায় মার্কিন নৌঘাঁটিতে হামলা

বন্দুকধারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহাসিক পার্ল হারবার সামরিক ঘাঁটিতে বন্দুক হামলায় তিনজন নিহত হওয়ার একদিন পরই ফ্লোরিডায় নৌবাহিনীর আরেকটি ঘাঁটিতে হামলা হয়েছে। গতকালের এ হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পাল্টা গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সকালে পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে এই হামলা হয়। শেরিফের দফতর জানায়, সকালে ঘাঁটিতে এক বন্দুকধারীকে  মোকাবিলা করা হয়েছে। তার কয়েক মিনিট পর হামলাকারী নিহত হয়।

তবে কর্তৃপক্ষ হামলাকারীর নাম-পরিচয় সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি। আলাবামা রাজ্যের সীমান্তবর্তী ফ্লোরিডার এই ঘাঁটি যুক্তরাষ্ট্রেও নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি। ঘাঁটিতে ১৬ হাজারের বেশি সামরিক এবং ৭ হাজার ৪০০ বেসামরিক কর্মী নিয়োজিত আছেন।

সর্বশেষ খবর