সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাজায় ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তদন্তের আবেদন আইসিসিতে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসৌদা বলেছেন, তিনি ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগগুলো নিয়ে তদন্ত শুরু করতে চান। দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ‘যুদ্ধাপরাধ হয়েছিল অথবা হয়ে আসছে’ মন্তব্য করে এ নিয়ে তদন্তে আন্তর্জাতিক আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের করা যুদ্ধাপরাধ একটি অভিযোগ আইসিসি ২০১৫ সাল থেকে খতিয়ে দেখছিল বলে বিবিসি জানিয়েছে। তারই ধারাবাহিকতায় বেনসৌদার এ পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির এ পদক্ষেপকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে তেলআবিব।

সর্বশেষ খবর