শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ট্রাম্প-বেজোস দ্বন্দ্ব

মাইক্রোসফটের ক্ষতি ১,৭০০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত পেন্টাগনের সঙ্গে মাইক্রোসফটের জেডি (জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার) চুক্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই শেয়ারবাজারে ১৭ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ওই স্থগিতাদেশের পাঁচ মিনিটের মধ্যে মাইক্রোসফটের শেয়ারের দর ১৮৫ দশমিক ৪০ ডলার থেকে কমে দাঁড়ায় ১৮৩ দশমিক ১৬ ডলার। দিনের লেনদেন শেষ হয়েছেও প্রায় একই দামে। শেয়ারবাজারে মাইক্রোসফটের সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। কিন্তু বৃহস্পতিবার তা কমে গেছে  অন্তত ১ শতাংশ।

সর্বশেষ খবর