সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লড়াইটা তাহলে ট্রাম্প ও স্যান্ডার্সের

লড়াইটা তাহলে ট্রাম্প ও স্যান্ডার্সের

আর মাস দশেক। তারপরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রধান দুই দলের মধ্যে রিপাবলিকান থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা নিশ্চিত। কিন্তু ডেমোক্র্যাট থেকে কে? এই

প্রশ্নের খোলস একটু একটু করে খুলতে শুরু করেছে। ডেমোক্র্যাট থেকে প্রার্থী বাছাই শুরু হয়েছে আর তাতে নিজের জানান দিচ্ছেন বর্ষীয়ান রাজনীতিক বার্নি স্যান্ডার্স। চলতি সপ্তাহে লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত নিউ হ্যাম্পশায়ারেও জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। আইওয়া প্রাইমারির পর ১১ ফেব্রুয়ারি হওয়া নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি বাছাইয়েও জয় পেয়েছেন ভারমন্টের এ সিনেটর। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে এখন পর্যন্ত বার্নি স্যান্ডার্স ও পিট বুটিগিগের মধ্যেই জোর লড়াই হচ্ছে। নিউ হ্যাম্পশায়ারেও এর ব্যতিক্রম হয়নি। এই প্রতিযোগিতায় নিজেকে প্রামাণ করতে পারেননি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে বিশ্লেষকরা বলছেন, এখন ধরেই নেওয়া যায় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে স্যান্ডার্সের।

সর্বশেষ খবর