বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে চরম আর্থিক ক্ষতির আশঙ্কা

মাসখানেক ধরে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে চলছে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে বিগত কয়েকদিনে যেভাবে মৃতের সংখ্যা বাড়ছিল তা কিছুটা কমেছে। অবশ্য এ বিষয়ে বিশ্বজুড়ে যেসব বিশেষজ্ঞ রয়েছেন তারা সতর্কতা দিচ্ছেন। বলছেন, এ ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে এ কথা এত তাড়াতাড়ি বলা যাবে না। ওদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবার মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এ পরিস্থিতিকে তার দেশের জন্য অর্থনৈতিক জরুরি এক অবস্থা বলে বর্ণনা করেছেন। গতকাল তিনি বলেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং ব্যবসাকে করোনা- ভাইরাসের মহামারী থেকে রক্ষা করবেন।

সর্বশেষ খবর