মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। এ ঘটনায় নিহত হয়েছে তিন জন। এর মধ্যে একজন পুলিশ। আহত হয়েছে অন্তত ৫০ জন। গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে উত্তর-পূর্ব দিল্লি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষের এবং বিপক্ষের আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যেই ওই হতাহতের ঘটনা ঘটে। উত্তর-পূর্ব দিল্লির ১০টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালের সংঘর্ষে দুই পক্ষই ইট-পাথর ব্যবহার করেছিল। সংঘর্ষ শুরু হয়েছিল রবিবারেই। ভজনপুরা এবং মৌজপুর অঞ্চলে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সিএএ-বিরোধী আন্দোলনকারীরা। রবিবার তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএএ-পন্থিরা। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তারই মধ্যে বিক্ষোভকে উসকে দেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। দাবি করেন, ট্রাম্পের সফরের জন্য তারা কিছু করছেন না। তিন দিনের মধ্যে পুলিশ সিএএ-বিরোধী আন্দোলনকারীদের তুলে না দিলে তারাই ব্যবস্থা নেবেন। কপিল মিশ্রের এই বিবৃতি শোনার পর আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। গতকাল পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের তরফ থেকে গুলিও চলে। তবে সেই গুলি কারা চালিয়েছে, তা নিয়ে পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি। দুপক্ষের সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তারই মধ্যে এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিকালে সেই পুলিশের মৃত্যু হয়। নিহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি। বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। গতকালই সপরিবারে দুই দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে দিল্লি গেছেন। এর মধ্যেই পরিস্থিতি এমন চরম আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে সাউথ ব্লকের। শান্তি বজায় রাখতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
- যুবদল কর্মী আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
- বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- ঝরে পড়া শিক্ষার্থী ও বাল্যবিয়ে রোধে জলঢাকায় শুভসংঘের সচেতনতামূলক সভা
- গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
- ৩১ দফা মানে গণতন্ত্র, আগামীর বাংলাদেশ: আফরোজা আব্বাস
- সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে ‘ধর্ষণ’, দেবর কারাগারে
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, নিখোঁজ ১৬১
- মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ট্রাম্পের সফরেই সিএএ নিয়ে রণক্ষেত্র দিল্লি
পুলিশ সদস্যসহ নিহত ৪
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর