মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। এ ঘটনায় নিহত হয়েছে তিন জন। এর মধ্যে একজন পুলিশ। আহত হয়েছে অন্তত ৫০ জন। গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে উত্তর-পূর্ব দিল্লি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষের এবং বিপক্ষের আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যেই ওই হতাহতের ঘটনা ঘটে। উত্তর-পূর্ব দিল্লির ১০টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালের সংঘর্ষে দুই পক্ষই ইট-পাথর ব্যবহার করেছিল। সংঘর্ষ শুরু হয়েছিল রবিবারেই। ভজনপুরা এবং মৌজপুর অঞ্চলে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সিএএ-বিরোধী আন্দোলনকারীরা। রবিবার তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএএ-পন্থিরা। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তারই মধ্যে বিক্ষোভকে উসকে দেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। দাবি করেন, ট্রাম্পের সফরের জন্য তারা কিছু করছেন না। তিন দিনের মধ্যে পুলিশ সিএএ-বিরোধী আন্দোলনকারীদের তুলে না দিলে তারাই ব্যবস্থা নেবেন। কপিল মিশ্রের এই বিবৃতি শোনার পর আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। গতকাল পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের তরফ থেকে গুলিও চলে। তবে সেই গুলি কারা চালিয়েছে, তা নিয়ে পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি। দুপক্ষের সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তারই মধ্যে এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিকালে সেই পুলিশের মৃত্যু হয়। নিহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি। বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। গতকালই সপরিবারে দুই দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে দিল্লি গেছেন। এর মধ্যেই পরিস্থিতি এমন চরম আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে সাউথ ব্লকের। শান্তি বজায় রাখতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন