শিরোনাম
শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইতালিতে ২৬২৯ চিকিৎসা কর্মী আক্রান্ত

মোট আক্রান্তর ৮ দশমিক ৩ শতাংশই চিকিৎস ও নার্স

ইতালিতে ২ হাজার ৬২৯ মেডিকেল কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ এতটাই ছড়িয়ে পড়েছে যে, সেখানকার অবরুদ্ধ (লক ডাউন) পরিস্থিতি এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৮ দশমিক ৩ শতাংশই চিকিৎসক এবং নার্স। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় চীনের পরেই রয়েছে ইতালি। চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ এবং মারা গেছে ৩ হাজার ২৪৫ জন। অপরদিকে, ইতালিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন।

একটি হেলথ ফাউন্ডেশন সম্প্রতি ইতালিতে চিকিৎসকদের আক্রান্তের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, প্রচুর পরিমাণে মেডিকেল কর্মীদের আক্রান্তের বিষয়টি এটাই দেখাচ্ছে যে, সেখানে চিকিৎসকদের সুরক্ষার সরঞ্জাম ও বিভিন্ন পদ্ধতি পর্যাপ্ত নয়। ইতালির পরিস্থিতি এখন চীনের চেয়েও খারাপ। চীনের মেডিকেল কর্মীদের আক্রান্তের তুলনায় ইতালিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বলে জানিয়েছেন গিমবে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের এই দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মারা  গেছেন আরও ৪৭৫ জন। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনায় এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর