মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে ফাঁকা করা হচ্ছে দিল্লির জেল

করোনা সংক্রমণ রুখতে এবার দিল্লির জেলগুলো ফাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ধাপে ধাপে জেলবন্দীদের মুক্তি দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন। তবে দেশদ্রোহিতার মামলায় অভিযুক্তদের ছাড়া হচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশদ্রোহিতার মামলায় যারা অভিযুক্ত অথবা সিবিআই দুর্নীতি দমন শাখা যাদের বিরুদ্ধে তদন্ত করছে সেই অভিযুক্তদের আপাতত ছাড়া হবে না। বাকি সব অভিযুক্তদের ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।  ভিড় বা জমায়েত থেকেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে গত ১৬ মার্চ স্পষ্ট নির্দেশিকা দেয় দেশের সর্বোচ্চ আদালত। জেলবন্দীদের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সর্বশেষ খবর