ইউক্রেনের ডিনিপ্রো শহরের কাছাকাছি একটি অঞ্চলে কয়েক শ কবর খোঁড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। এ নিয়ে বিতর্কে পড়েছে দেশটির সরকার। করোনার থাবায় ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশে চলছে মৃত্যুমিছিল। তবে ইউক্রেনের প্রশাসনের মতো এমন সিদ্ধান্ত কোনো দেশ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, এ তো যেন হারের আগেই হেরে বসে থাকা! করোনায় প্রচুর মানুষের মৃত্যু হতে পারে- এমনটা যেন ধরেই নিয়েছে ইউক্রেনের প্রশাসন। আর তাই আগে থেকেই গণকবর খোঁড়া শুরু করেছে তারা। প্রথমে লুকিয়ে কাজটা সেরে রাখতে চেয়েছিল। কিন্তু পরে লোক জানাজানি হতেই প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রশাসনিক কর্তারা। গণকবর খোঁড়ার খবর প্রকাশ্যে আসতেই ইউক্রেনের মানুষ সরকারের সমালোচনা শুরু করেছে। ডিনিপ্রো শহরের মেয়রের মুখপাত্র ইউলিয়া ভিটভিটস্টি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাবেন, তাদের কথা মাথায় রেখে ৬১৫টি কবর খনন করা হয়েছে। মৃতদেহ বহন করার জন্য ২ হাজার ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এসবের মাঝে শহরবাসীকে ঘরবন্দী থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ডিনিপ্রো শহরের ঠিক বাইরে বনভূমিঘেরা একটি অঞ্চলে এ গণকবর খোঁড়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপ ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে দেশের মানুষকে। ইউক্রেনে করোনায় আক্রান্ত হয়েছেন দেড় হাজার মানুষ। ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে। এর মধ্যে ডিনিপ্রো শহরে ১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এ শহরে এখনো কারও মৃত্যুর খবর নেই। তাই আগে থেকেই এমন গণকবর খোঁড়ার খবরে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
করোনায় মৃত্যুর আগেই খোঁড়া হলো কয়েক শ গণকবর
বিতর্কে ইউক্রেন সরকার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর