ইউক্রেনের ডিনিপ্রো শহরের কাছাকাছি একটি অঞ্চলে কয়েক শ কবর খোঁড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। এ নিয়ে বিতর্কে পড়েছে দেশটির সরকার। করোনার থাবায় ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশে চলছে মৃত্যুমিছিল। তবে ইউক্রেনের প্রশাসনের মতো এমন সিদ্ধান্ত কোনো দেশ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, এ তো যেন হারের আগেই হেরে বসে থাকা! করোনায় প্রচুর মানুষের মৃত্যু হতে পারে- এমনটা যেন ধরেই নিয়েছে ইউক্রেনের প্রশাসন। আর তাই আগে থেকেই গণকবর খোঁড়া শুরু করেছে তারা। প্রথমে লুকিয়ে কাজটা সেরে রাখতে চেয়েছিল। কিন্তু পরে লোক জানাজানি হতেই প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রশাসনিক কর্তারা। গণকবর খোঁড়ার খবর প্রকাশ্যে আসতেই ইউক্রেনের মানুষ সরকারের সমালোচনা শুরু করেছে। ডিনিপ্রো শহরের মেয়রের মুখপাত্র ইউলিয়া ভিটভিটস্টি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাবেন, তাদের কথা মাথায় রেখে ৬১৫টি কবর খনন করা হয়েছে। মৃতদেহ বহন করার জন্য ২ হাজার ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এসবের মাঝে শহরবাসীকে ঘরবন্দী থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ডিনিপ্রো শহরের ঠিক বাইরে বনভূমিঘেরা একটি অঞ্চলে এ গণকবর খোঁড়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপ ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে দেশের মানুষকে। ইউক্রেনে করোনায় আক্রান্ত হয়েছেন দেড় হাজার মানুষ। ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে। এর মধ্যে ডিনিপ্রো শহরে ১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এ শহরে এখনো কারও মৃত্যুর খবর নেই। তাই আগে থেকেই এমন গণকবর খোঁড়ার খবরে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
করোনায় মৃত্যুর আগেই খোঁড়া হলো কয়েক শ গণকবর
বিতর্কে ইউক্রেন সরকার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর