ইউক্রেনের ডিনিপ্রো শহরের কাছাকাছি একটি অঞ্চলে কয়েক শ কবর খোঁড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। এ নিয়ে বিতর্কে পড়েছে দেশটির সরকার। করোনার থাবায় ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশে চলছে মৃত্যুমিছিল। তবে ইউক্রেনের প্রশাসনের মতো এমন সিদ্ধান্ত কোনো দেশ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, এ তো যেন হারের আগেই হেরে বসে থাকা! করোনায় প্রচুর মানুষের মৃত্যু হতে পারে- এমনটা যেন ধরেই নিয়েছে ইউক্রেনের প্রশাসন। আর তাই আগে থেকেই গণকবর খোঁড়া শুরু করেছে তারা। প্রথমে লুকিয়ে কাজটা সেরে রাখতে চেয়েছিল। কিন্তু পরে লোক জানাজানি হতেই প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রশাসনিক কর্তারা। গণকবর খোঁড়ার খবর প্রকাশ্যে আসতেই ইউক্রেনের মানুষ সরকারের সমালোচনা শুরু করেছে। ডিনিপ্রো শহরের মেয়রের মুখপাত্র ইউলিয়া ভিটভিটস্টি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাবেন, তাদের কথা মাথায় রেখে ৬১৫টি কবর খনন করা হয়েছে। মৃতদেহ বহন করার জন্য ২ হাজার ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এসবের মাঝে শহরবাসীকে ঘরবন্দী থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ডিনিপ্রো শহরের ঠিক বাইরে বনভূমিঘেরা একটি অঞ্চলে এ গণকবর খোঁড়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপ ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে দেশের মানুষকে। ইউক্রেনে করোনায় আক্রান্ত হয়েছেন দেড় হাজার মানুষ। ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে। এর মধ্যে ডিনিপ্রো শহরে ১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এ শহরে এখনো কারও মৃত্যুর খবর নেই। তাই আগে থেকেই এমন গণকবর খোঁড়ার খবরে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
শিরোনাম
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
করোনায় মৃত্যুর আগেই খোঁড়া হলো কয়েক শ গণকবর
বিতর্কে ইউক্রেন সরকার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর