বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রথমবারের মতো বিবিসি রেডিওতে নামায সম্প্রচার

যুক্তরাজ্য প্রতিনিধি

যুক্তরাজ্যের মুসলমানরা প্রথমবারের মতো বিবিসি রেডিওতে (স্থানীয়) সম্প্রচারিত জুমার নামাজ শুনতে পারছেন। ব্রিটেনে  করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম কমানোর জন্য ঘোষণা আসার পর থেকেই জুমার নামাজ ও জামায়াতে নামাজ আদায়ের ব্যাপারে বিধিনিষেধ মেনে চলছেন সবাই। এরপর থেকে জুমার নামাজের ওপর বিভিন্ন ইমামরা প্রতি সপ্তাহে বিবিসির স্থানীয় ১৪টি রেডিও স্টেশন থেকে খুতবা এবং নামাজের ইমামতি করার আগে কোরআন বা হাদিস থেকে তেলাওয়াত সম্প্রচার করছেন। ওই স্টেশনগুলোর শ্রোতারা ব্রিটেনের বিভিন্ন অংশে রয়েছেন যেখানে অনেক মুসলিম জনগোষ্ঠীর বাস- লন্ডন, লিডস, স্টোক, ডার্বি, ম্যানচেস্টার, কভেন্ট্রি, নটিংহ্যাম, ল্যাংকাশায়ার, শেফিল্ড, দ্য য়েস্ট মিডল্যান্ডস, বার্কশায়ার, ওয়ারউইকশায়ার, দ্য থ্রি কাউন্টিস, মার্সেসাইড। বিবিসি লোকাল রেডিওর প্রধান ক্রিস বার্নস এ বিষয়ে বলেন, সম্প্রদায়ের মানুষকে পরস্পর সংযুক্ত করাই স্থানীয় রেডিওগুলোর কাজ এবং আমরা আশা করি যে এই সাপ্তাহিক অনুষ্ঠানগুলো একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের মানুষের একাকিত্ব দূর করতে সহায়তা করবে। ব্রিটেনে করোনাভাইরাস বিস্তার রোধে নেওয়া পদক্ষেপের কারণে ২৩ মার্চ থেকে সারা দেশের উপাসনালয়গুলো বন্ধ রয়েছে। বিবিসি ৩৯টি স্থানীয় এবং জাতীয় স্টেশনে রবিবার খ্রিস্টান পরিষেবাগুলোও সম্প্রচার করে যাচ্ছে।

সর্বশেষ খবর