শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রথমবার বন্ধ এভারেস্ট! ৩ হাজার শেরপা বেকার

প্রথমবার বন্ধ এভারেস্ট! ৩ হাজার শেরপা বেকার

বছরের এই সময়টায় সারা বিশ্বের বহু পর্যটক নেপালে থাকেন। কিন্তু এবার একজন পর্যটকেরও দেখা নেই  সেখানে। গত ২৪ মার্চ কাঠমা-ু থেকে এভারেস্ট বেস ক্যাম্প লুম্বা যাওয়ার ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন। তার দু’তিনদিনের মধ্যেই হয়তো নেপাল সরকার অভিযাত্রীদের এভারেস্ট অভিযানের অনুমতিপত্র দিতে শুরু করত। কিন্তু করোনার জন্য সব ভেস্তে গেছে। এবার এভারেস্ট অভিযান বন্ধ। এই প্রথমবার। সব থেকে খারাপ খবর, নেপালে এবার এভারেস্ট অভিযানের  মৌসুম শুরুই হয়নি। এভারেস্ট অভিযানের জন্য ৭৫ দিনের সময়সীমা  বেঁধে দেয় নেপাল সরকার। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে এ অভিযান। এবার মার্চ থেকেই করোনার হানার জন্য এভারেস্ট অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। যার জেরে কর্মহীন হয়েছেন প্রায় তিন হাজার শেরপা।

সর্বশেষ খবর