শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

আম্ফানের ক্ষতি সামাল দিতে এক হাজার কোটি টাকা সহায়তা মোদির

আম্ফানের ক্ষতি সামাল দিতে এক হাজার কোটি টাকা সহায়তা মোদির

ভারতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষয়ক্ষতি সামাল দিতে এক হাজার কোটি টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। গতকাল সকালে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যের বিধ্বস্ত জেলাগুলোর পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও রাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন মোদি। এনডিটিভি।  সবমিলিয়ে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ কোটি রুপি ছাড়াতে পারে বলে মমতা আশঙ্কা করছেন। এখন পর্যন্ত মোট ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর