পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ কূটনীতিক ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) বড় ব্যবধানে ভোটে অস্থায়ী আসন লাভের জন্য ভারতের প্রশংসা করেছেন। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে তিনি এ সমালোচনা করেন। পার্লামেন্টে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হওয়া বড় কথা নয়। বড় ব্যাপার হচ্ছে, মোট ১৯২টি ভোটের মধ্যে ১৮৪ ভোট পেয়ে জয়ী হওয়া। আমাদের তথাকথিত ভ্রাতৃপ্রতিম দেশগুলো ভারতের পক্ষে ভোট দিয়েছে। অন্যান্য দেশ যেখানে নির্বাচিত হয় ১৪০, ১৪৫ কিংবা ১৫০টি আসন পেয়ে, ভারত সেখানে নির্বাচিত হয়েছে ১৮৪টি আসন নিয়ে। খাজা আসিফ বলেন, ‘আজ আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি সবকিছু ভেঙে পড়ছে। সবকিছুতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। আপনি (ইমরান খান) আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে জল চলে গেছে।’ তিনি উচ্চকণ্ঠে বলেন, ‘ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।’ উল্লেখ্য, ভারত সম্প্রতি এশিয়া-প্যাসিফিক বিভাগ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। দেশটি ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ১৮৪ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১২৮ ভোট। ২০২১ সালের ১ জানুয়ারি ভারত তার দুই বছরের মেয়াদ শুরু করবে।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২