পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ কূটনীতিক ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) বড় ব্যবধানে ভোটে অস্থায়ী আসন লাভের জন্য ভারতের প্রশংসা করেছেন। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে তিনি এ সমালোচনা করেন। পার্লামেন্টে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হওয়া বড় কথা নয়। বড় ব্যাপার হচ্ছে, মোট ১৯২টি ভোটের মধ্যে ১৮৪ ভোট পেয়ে জয়ী হওয়া। আমাদের তথাকথিত ভ্রাতৃপ্রতিম দেশগুলো ভারতের পক্ষে ভোট দিয়েছে। অন্যান্য দেশ যেখানে নির্বাচিত হয় ১৪০, ১৪৫ কিংবা ১৫০টি আসন পেয়ে, ভারত সেখানে নির্বাচিত হয়েছে ১৮৪টি আসন নিয়ে। খাজা আসিফ বলেন, ‘আজ আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি সবকিছু ভেঙে পড়ছে। সবকিছুতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। আপনি (ইমরান খান) আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে জল চলে গেছে।’ তিনি উচ্চকণ্ঠে বলেন, ‘ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।’ উল্লেখ্য, ভারত সম্প্রতি এশিয়া-প্যাসিফিক বিভাগ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। দেশটি ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ১৮৪ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১২৮ ভোট। ২০২১ সালের ১ জানুয়ারি ভারত তার দুই বছরের মেয়াদ শুরু করবে।
শিরোনাম
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
ভারতের পক্ষে ভোট পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর
ইমরান খানের সমালোচনায় খাজা আসিফ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর