পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ কূটনীতিক ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) বড় ব্যবধানে ভোটে অস্থায়ী আসন লাভের জন্য ভারতের প্রশংসা করেছেন। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে তিনি এ সমালোচনা করেন। পার্লামেন্টে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হওয়া বড় কথা নয়। বড় ব্যাপার হচ্ছে, মোট ১৯২টি ভোটের মধ্যে ১৮৪ ভোট পেয়ে জয়ী হওয়া। আমাদের তথাকথিত ভ্রাতৃপ্রতিম দেশগুলো ভারতের পক্ষে ভোট দিয়েছে। অন্যান্য দেশ যেখানে নির্বাচিত হয় ১৪০, ১৪৫ কিংবা ১৫০টি আসন পেয়ে, ভারত সেখানে নির্বাচিত হয়েছে ১৮৪টি আসন নিয়ে। খাজা আসিফ বলেন, ‘আজ আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি সবকিছু ভেঙে পড়ছে। সবকিছুতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। আপনি (ইমরান খান) আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে জল চলে গেছে।’ তিনি উচ্চকণ্ঠে বলেন, ‘ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।’ উল্লেখ্য, ভারত সম্প্রতি এশিয়া-প্যাসিফিক বিভাগ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। দেশটি ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ১৮৪ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১২৮ ভোট। ২০২১ সালের ১ জানুয়ারি ভারত তার দুই বছরের মেয়াদ শুরু করবে।
শিরোনাম
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
ভারতের পক্ষে ভোট পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর
ইমরান খানের সমালোচনায় খাজা আসিফ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর