ভারতের আসামের তিনবারের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা তরুণ গগৈ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত আগস্টে কভিডে আক্রান্ত হয়েছিলেন তরুণ গগৈ। প্রায় দুই মাস হাসপাতালে ভর্তি থাকার পর ২৫ অক্টোবর ছাড়া পান তিনি। ফের ২ নভেম্বরে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু বাঁচানো যায়নি। ১৯৩৬ সালের ১ এপ্রিল তাই-অহমীয় পরিবারে জন্ম গগৈয়ের। ১৯৭১ সালের লোকসভা ভোটে জোরহাট কেন্দ্রের প্রার্থী হিসেবে গগৈকে বেছে নেন ইন্দিরা গান্ধী। ২০০১ সালে তিনি প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রী হন। পরপর তিনবার এ দায়িত্ব পালন করেন গগৈ।
