বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বাঁচতে গেলে জানতে হবে করোনার উৎস : হু

এক বছর হতে চলল। আজও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারল না কেউ ভয়ংকর করোনাভাইরাসের উৎস স্থান কোথায়। তবে দাবি করা হয় চীনের উহান থেকে করোনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু চীন সর্বদা এই দাবি অস্বীকার করে আসছে। এমনকি দেশটি মাঝে মাঝে উদ্ভট সব দাবি করে। যেমন দিন কয়েক আগে বেইজিং দাবি করেছে ভারত ও বাংলাদেশ থেকে এই ভাইরাস ছড়িয়েছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস অ্যাডানম গেব্রিয়াসুস মন্তব্য করেছেন করোনার উৎস খুঁজে বের করতেই হবে, নয়তো ভবিষ্যতের করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। গেব্রিয়াসুস সোমবার জানান যদি বিশ্বের একজন মাত্র করোনা আক্রান্ত হন, তবে সারা বিশ্বে তা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই একজনও যদি নিরাপদ না হন, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নন। এক টুইট বার্তায় একথা বলেন হু-র ডিরেক্টর জেনারেল। তিনি জানান, যাতে ভবিষ্যতে আর এই মহামারী ফিরে না আসে সেজন্য এর উৎস খুঁজে বের করে তাকে সমূলে ধ্বংস করতে হবে। করোনার উৎস সন্ধান চীনের উহান থেকে শুরু হবে বলে জানিয়েছেন গেব্রিয়াসুস।

সর্বশেষ খবর