‘পাকিস্তানের এখন যে অবস্থা তা প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের জন্য মোটেই ভালো নয়।’ এ অভিমত ব্যক্ত করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতা শহীদ খাকান আব্বাসি। ‘ডন’ জানায়, পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী করাচি নগরীতে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলীয় সরকারের প্রধানমন্ত্রী ইমরান সম্প্রতি বলেছেন সরকার চালানোর কাজে সামরিক বাহিনী কোনোরকম চাপ তাকে দিচ্ছে না। অবস্থা যখন মোটেই ভালো যায় না, তখনই নিজের গুরুত্ব জাহির করতে এ রকম বুলি ঝাড়তে হয়। ‘জাতীয় সমঝোতা অধ্যাদেশ’ প্রয়োগ করে বিরোধী দলগুলোর সঙ্গে রফায় আসবেন না বলে ইমরানের দেওয়া ঘোষণারও তীব্র সমালোচনা করেন আব্বাসি। তিনি বলেন, নির্বাচিত একজন প্রধানমন্ত্রী কীভাবে সে অধ্যাদেশের কথা মুখে আনেন! একনায়করাই তো তাদের অবস্থান শক্ত রাখতে ও রকম অধ্যাদেশের আশ্রয় নেয়। ইমরানের বোলচাল দেখে বুঝতে হবে আমাদের জাতীয় নেতৃত্ব কত কাঁচা! দুর্ভাগ্য আমাদের যে, এমন নেতৃত্বই মনে করে তার ওপর মিলিটারির কোনো প্রেসার নেই। আব্বাসি বলেন, ২০১৮-এর নির্বাচনে যারা ইমরানের পিটিআইকে ভোট দিয়েছিল তারা এখন ওই দল পরিত্যাগ করছে। কারণ পিটিআই সমাজের প্রতিটি অংশকে হতাশ করেছে। অর্থনীতির প্রতিটি খাতে সর্বাত্মক ধস নেমে আসছে। তিনি বলেন, অবস্থাটা করোনাভাইরাস থেকেও বিপর্যয়মূলক। ‘পিটিআই সরকার দিন দিন রোগার্ত হচ্ছে’ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, বিরোধীদলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) তাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনবে। এরপর তারা বরবে, নতুন নির্বাচনের বিকল্প নেই।
শিরোনাম
- ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
শহীদ আব্বাসির অভিমত
পাকিস্তানের এখন যে অবস্থা তা ইমরানের জন্য মোটেই ভালো নয়
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর