বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা বৈষম্য নিয়ে সরব হু প্রধান

টিকা বৈষম্য নিয়ে সরব হু প্রধান

টিকাকরণ কর্মসূচির ‘বৈষম্য’ নিয়ে সরব হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসিস। তাঁর বক্তব্য, ধনী দেশগুলোয় সুস্থ-সবল কম বয়সীরাও টিকা পেয়ে যাচ্ছে। যদিও গবির দেশগুলোর বয়স্ক মানুষ টিকা পাচ্ছেন না। বয়স্কদের আগে অল্প বয়সীদের টিকা পাওয়া সঠিক নয়। তিনি মন্তব্য করেন, অসম এ নীতির কারণে বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার মুখে এখন বিশ্ব। তিনি আরও বলেন, ৪৯টি ধনী দেশে এরই মধ্যে বিতরণ করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ টিকা। সে তুলনায় একটি দরিদ্র দেশ পেয়েছে মাত্র ২৫টি ডোজ। খবর বিবিসির। সোমবার জেনেভায় হুর সপ্তাহব্যাপী নির্বাহী কমিটির বোর্ড মিটিংয়ের সূচনা করেন তেদরোস। হু-প্রধানের বক্তব্য, ধনী দেশে মুনাফা বেশি। তাই টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো ধনী দেশগুলোয় জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পাত্র পাওয়াকে অগ্রাধিকার দিচ্ছে। যদিও টিকার ট্রায়াল-সংক্রান্ত তথ্য হুর কাছে পেশ করছে না।

সর্বশেষ খবর