রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিদেশি নৌযানে গুলি চালাবে চীন

দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের সমুদ্রসীমানা নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। চীন সরকার নিজেদের জলসীমায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে নতুন কোস্টগার্ড আইন পাস করেছে। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন একটি আইন পাস করেছে, যেখানে প্রথমবারের মতো নিজেদের কোস্টগার্ডের সদস্যদের বিদেশি নৌযানে গুলি করার অনুমতি দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের সমুদ্রসীমানায় যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে চীনের। দেশটি বিতর্কিত জলসীমায় কোস্টগার্ড দিয়ে অন্য দেশের মাছধরা নৌযানগুলোকে প্রায়ই তাড়া করে, অনেক সময় সেগুলো ডুবিয়েও দেওয়া হয়। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রায় সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দেশটি। আল জাজিরার তথ্যমতে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করেছে।

সর্বশেষ খবর