সরকার আপাতত সম্প্রতি পাস হওয়া তিনটি কৃষি আইনকেই স্থগিত রাখতে চাইছে। কিন্তু কৃষকরা তাতে সম্মত না। তাদের দাবি সব আইনেই বাতিল করতে হবে। আর এই দাবিতে দুই মাসের বেশি সময় ধরে দিল্লিতে আন্দোলন বিক্ষোভ করছে কৃষকরা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্রাণ লাল দুর্গে হানা দেয় কৃষকরা। এবার তারা গণঅনশন শুরু করেছেন। গতকাল দিল্লি সীমান্তের কয়েকটি স্থানে এক দিনের এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ শুরুর পর এসব এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকরা গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে গতকাল দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকরা এক দিনের গণঅনশন কর্মসূচি পালন শুরু করে। স্থানীয় সময় গতকাল বেলা ১১টা থেকে আজ একই সময় পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কৃষকদের কর্মসূচি শুরুর আগেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, দিল্লি সীমান্তবর্তী এসব এলাকায় বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট সেবা। জননিরাপত্তা বজায় রাখার ঘোষণা দিয়ে এই সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষক বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা দিল্লির সিঙ্ঘু সীমান্তে গতকাল মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য। এদিন সেখানে নতুন করে হাজার হাজার ট্রাক্টর নিয়ে এসে যোগ দিয়েছে কৃষকরা। কৃষক নেতারা বলছেন, ভারতের স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে গণঅনশন পালন করা হবে শান্তিপূর্ণভাবে।
শিরোনাম
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ