সরকার আপাতত সম্প্রতি পাস হওয়া তিনটি কৃষি আইনকেই স্থগিত রাখতে চাইছে। কিন্তু কৃষকরা তাতে সম্মত না। তাদের দাবি সব আইনেই বাতিল করতে হবে। আর এই দাবিতে দুই মাসের বেশি সময় ধরে দিল্লিতে আন্দোলন বিক্ষোভ করছে কৃষকরা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্রাণ লাল দুর্গে হানা দেয় কৃষকরা। এবার তারা গণঅনশন শুরু করেছেন। গতকাল দিল্লি সীমান্তের কয়েকটি স্থানে এক দিনের এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ শুরুর পর এসব এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকরা গত সপ্তাহে ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে গতকাল দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকরা এক দিনের গণঅনশন কর্মসূচি পালন শুরু করে। স্থানীয় সময় গতকাল বেলা ১১টা থেকে আজ একই সময় পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কৃষকদের কর্মসূচি শুরুর আগেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, দিল্লি সীমান্তবর্তী এসব এলাকায় বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট সেবা। জননিরাপত্তা বজায় রাখার ঘোষণা দিয়ে এই সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষক বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা দিল্লির সিঙ্ঘু সীমান্তে গতকাল মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য। এদিন সেখানে নতুন করে হাজার হাজার ট্রাক্টর নিয়ে এসে যোগ দিয়েছে কৃষকরা। কৃষক নেতারা বলছেন, ভারতের স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে গণঅনশন পালন করা হবে শান্তিপূর্ণভাবে।
শিরোনাম
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
ভারতে এবার কৃষকরা অনশনে বন্ধ করা হয়েছে ইন্টারনেট
কৃষকদের অবস্থানে সংঘবদ্ধ গোষ্ঠীর হামলার ঘটনাও ঘটেছে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর