শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অন্য গ্রহে বাসস্থান খুঁজতে বলছেন ইলন মাস্ক

অন্য গ্রহে বাসস্থান খুঁজতে বলছেন ইলন মাস্ক

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক। তিনি জানালেন মানুষ যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবী ছেড়ে অন্য গ্রহের দিকে যদি না যায় তবে মানব সভ্যতার অবসান নিশ্চিত। স্পেসএক্স সংস্থার মালিক বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন, মানবতার ভবিষ্যৎ রক্ষার জন্য মানুষকে অন্য গ্রহে পাঠানো উচিত। আমেরিকার অ্যাপোলো যান চাঁদে নেমেছে আজ থেকে প্রায় ৪৯ বছর আগে। এত সময় ধরেও মানুষ এখনো চাঁদে বা অন্য কোনো জায়গায় বসতি স্থাপন করতে পারেনি। মাস্ক-এর পরিকল্পনা হলো, আগামী ১০ বছরের মধ্যে পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলে বসতি স্থাপন করা। মানুষের নিকটতম  গ্রহ ও উপগ্রহ মঙ্গল এবং চাঁদ। বুধ ও শুক্রে থাকার মতো পরিবেশ নেই। মঙ্গল ছাড়াও বৃহস্পতি এবং শনি গ্রহ রয়েছে যেখানকার বায়ুমন্ডলও গ্যাসে পূর্ণ। ইলন মাস্ক এই গ্রহে শুধুমাত্র যেতেই চান না, তিনি চান ওই গ্রহগুলিতে মানুষ স্থায়ীভাবে বাস করুক। তিনি বলছেন, মানবতাকে বাঁচিয়ে রাখতে এসব করতে হবে। গত সোমবার ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় মানবতার ভবিষ্যৎ ও নিজের প্ল্যান সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, এমনভাবে বসতি স্থাপন করেই আমরা দীর্ঘসময়ের জন্য মানবতাকে বাঁচিয়ে রাখতে পারি। তিনি বলেন, সব সভ্যতা আসলে একটি বৃত্ত সম্পন্ন করে। প্রথমে তার বিকাশ হয়, এরপর প্রযুক্তির সাহায্যে তারা বৃদ্ধি পেতে থাকে এবং পতন শুরু হয় ও ধীরে ধীরে সেই সভ্যতার অবসান ঘটে। এটিই হয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মিসরের উদাহরণ দিয়ে বলেন, আপনি মিসরকে দেখুন প্রায় ৫০০০ বছর আগে মানুষ পিরামিড বানিয়েছিল। কিন্তু এরপর কোনোভাবে সেখানকার মানুষ পিরামিড বানানোর কৌশল ভুলে যায়। রোমান সাম্রাজ্য, সুমেরীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, আমরাও এমন একটি বৃত্তের মধ্যে রয়েছি, যেখানে পতন অবশ্যম্ভাবী। তিনি পৃথিবীর বাহ্যিক বিপদের কথাও বলেন। এ প্রসঙ্গে ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার উল্কাপি- পড়ার কথাও বলেন তিনি।

সর্বশেষ খবর