বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তদন্তকারীদের সব তথ্য দেয়নি চীন

তদন্তকারীদের সব তথ্য দেয়নি চীন

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলকে দেশটি সব তথ্য দেয়নি। এই অভিযোগ করেছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস। বিষয়ে তেদরোস বলেন, ‘তদন্ত দলের সঙ্গে আমি আলোচনা করে জেনেছি, তারা প্রাথমিক তথ্য সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখো মুখি হয়েছিল। আমি আশা করি, ভবিষ্যতের সহযোগী গবেষণাগুলো আরও সময়োপযোগী হবে এবং বিস্তৃত তথ্য পাওয়া যাবে।’

 উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের উহান প্রদেশে চার সপ্তাহের অনুসন্ধান চালায়। দলের এক তদন্তকারী জানিয়েছেন, চীন ডব্লিউএইচওর দলকে একেবারে প্রাথমিক তথ্য (র ডেটা) দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী এই মহামারী কীভাবে শুরু হয়েছিল তা বোঝার সম্ভাব্য প্রচেষ্টাগুলো জটিল হয়ে ওঠে।

 

সর্বশেষ খবর