শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চীনের প্রেসিডেন্টকে আমি কিছু বলিনি

চীনের প্রেসিডেন্টকে আমি কিছু বলিনি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি। তিনি আমেরিকায় কভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত পরশু এ কথা জানান। এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, গত ১০ ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। তখন বলা হয়, দুই নেতা করোনা মহামারী, মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

গত ডিসেম্বরে নিউইয়র্ক টাইমস ও প্রোপাবলিকা এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানায়, কভিড-১৯ ছড়িয়ে পড়ার ব্যাপারে চীন সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, তারা এ সংক্রান্ত তথ্য চেপে যাওয়ার নীতি গ্রহণ করেছে। চীন থেকে বহির্বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত এ নীতিতে অটল থাকে বেইজিং।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর