শিরোনাম
শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খারাপতম সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছি : রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিস্কার করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি এতটা অনিশ্চিত ও আক্রমণাত্মক যে, তার জন্য যেকোনো শব্দভান্ডার ব্যবহার করা যায়। আমেরিকা অর্থনৈতিক ও বৈজ্ঞানিক খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে কৃত্রিমভাবে স্থবির করে রেখেছে উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তাদের সব রকম আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে এতটা খারাপ সম্পর্কের জন্য কখনোই প্রস্তুত ছিল না মস্কো।

আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের সম্ভাব্য বহিস্কারের খবর প্রকাশিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার দেশের ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে ‘কান্ডজ্ঞানহীন’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকার যে কোনো অবন্ধুসুলভ আচরণের জবাব দেবে রাশিয়া। তিনি আরও বলেন, আমেরিকা ও তার মিত্ররা ‘অনিশ্চিত অংশীদার’ এবং তাদের প্রতি মোটেও আস্থা রাখা যায় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর