শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

বিতর্কিত মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত দিলীপ ঘোষের ওপর এই নিষেধাজ্ঞা বহাল ছিল। সম্প্রতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে হিন্দুদের তীর্থস্থান নবদ্বীপের পুণ্যভূমিতে কসাইখানা বন্ধ হবে। গোহত্যা বন্ধ হবে। ভবিষ্যতে আর কেউ মঠ, মন্দির ও ধর্মীয় স্থানের জমি দখল করতে পারবে না। এ ছাড়াও তিনি আরও নানা মন্তব্য করেন। এসব মন্তব্যের পরই দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর