রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
পুলিশের সন্দেহ

চীনই ২০০ জাপানি কোম্পানিতে সাইবার হামলা চালায়

প্রতিদিন ডেস্ক

জাপানের প্রতিরক্ষাসংশ্লিষ্ট ২০০ কোম্পানির ওপর ২০১৬ সালে যে ব্যাপকভিত্তিক সাইবার হামলা হয়েছিল তা ঘটিয়েছিল চীনই। জাপানি পুলিশ সম্প্রতি তাদের এ সন্দেহ প্রকাশ করে। তদন্তকারী সূত্রের বরাত দিয়ে টেলিভিশন সম্প্রচারক সংস্থা এনএইচকে জানায়, ওই বছর যেসব প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছিল তার অন্যতম ‘জাক্সা’ (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)। এ ছাড়া বেশ কিছু গবেষণা সংস্থাও আক্রান্ত হয়েছিল। সাইবার হামলার কাজে ব্যবহৃত সার্ভারগুলো জাপানে ইজারা নিয়েছিলেন এক চীনা নাগরিক যিনি ছিলেন পেশায় কম্পিউটার প্রকৌশলী। ওই ব্যক্তি চীনের কমিউনিস্ট পার্টির সদস্য। পুলিশের ধারণা, ভুয়া নামে পাঁচবার ওসব সার্ভার ভাড়া দেওয়া হয়েছে এবং সুকৌশলে আইডি ও অন্যান্য পরিচিতি ‘টিক’ নামের চীনা হ্যাকার গ্রুপের কাছে পাচার করে দেওয়া হয়েছে।

ডিজিটাল রেকর্ড জালিয়াতির দায়ে ওই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল জাপানি পুলিশ। ব্যাপারটি টের পেয়ে লোকটি জাপান ছেড়ে চলে গেছেন।

ভুয়া নামে জাপানে সার্ভার ভাড়া নেওয়ার কারণে আরও এক চীনা নাগরিকের ওপর পুলিশি নজরদারি চলছে। এনএইচকে জানায়, সাইবার হামলা চালানোর কাজে নিয়োজিত চীনা সেনাবাহিনীর ব্যুরোর সদস্যের নির্দেশে সার্ভারগুলো ভাড়া নেয়।

জাক্সার এক মুখপাত্র জানান, সংস্থাটির ওপর সাইবার হামলা হলেও কোনো তথ্য-উপাত্ত হামলাকারীরা বের করে নিতে পারেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর