শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দুর্নীতির তদন্তে ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুর্নীতির তদন্তে ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে নির্বাচনী কমিশনের তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে তাঁর ফ্ল্যাটের সংস্কার কাজের অর্থায়ন নিয়ে এ তদন্ত শুরু হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিস জনসন। কীভাবে ওই সংস্কারের জন্য অর্থ প্রদান করা হয়েছিল তা ঘোষণা করার জন্য জনসন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। বুধবার লেবার পার্টির স্যার কায়ার স্টারমার জনসনকে সংস্কারের প্রাথমিক চালানের জন্য অর্থ প্রদানের বিষয়টি ব্যাখ্যা করতে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন জনসন। তিনি বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করিনি।

সর্বশেষ খবর