শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ‘দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম’ (ডিএমকে) সভাপতি এম কে স্ট্যালিন। গতকাল সকালে চেন্নাইয়ে রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। নিজের রাজনৈতিক জীবনে এই প্রথম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৬৯ বছর বয়সী স্ট্যালিন। স্বভাবতই এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী দুর্গা স্ট্যালিন এবং প্রথম নির্বাচিত বিধায়ক পুত্র উদয়নিধি। জয়ের আনন্দে স্ত্রী দুর্গা স্ট্যালিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রভাবশালী নেতারা।

লোকসভার এমপি কানিমোঝি, ডিএমকের ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পি কে) প্রমুখ। যদিও করোনার আবহে এই অনুষ্ঠান ছিল খুবই সংক্ষিপ্ত।

সর্বশেষ খবর