জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে দুইশ’র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় গত কিছুদিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিতায় শুক্রবার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের এই সংঘর্ষে ফিলিস্তিনিদের ছোড়া পাথর ও বোতলের পাল্টায় পুলিশকে স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স। সংঘর্ষে ২০৫ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি পুলিশ তাদের ১৭ কর্মকর্তার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের চিকিৎসায় তারা জেরুজালেমে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় এদিন আল আকসায় বিপুল সংখ্যক মুসলমান ধর্মাবলম্বী সমবেত হয়েছিলেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মাগরিবের নামাজের পর কয়েক হাজার মানুষ ‘দাঙ্গা শুরু করলে’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়। সংঘর্ষের সময় আল-আকসা মসজিদের এক কর্মকর্তা মসজিদের লাউডস্পিকারে সবাইকে শান্ত হওয়ারও আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জেরুজালেমে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ভেনেস্ল্যান্ড শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকেই জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত পবিত্র স্থাপনার স্থিতাবস্থার প্রতি সম্মান দেখাতে অনুরোধ করেছেন। উচ্ছেদের চিন্তা বাতিল ও বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
জেরুজালেমে ব্যাপক সংঘর্ষ আহত দুই শতাধিক
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর