জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে দুইশ’র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় গত কিছুদিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিতায় শুক্রবার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের এই সংঘর্ষে ফিলিস্তিনিদের ছোড়া পাথর ও বোতলের পাল্টায় পুলিশকে স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স। সংঘর্ষে ২০৫ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি পুলিশ তাদের ১৭ কর্মকর্তার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের চিকিৎসায় তারা জেরুজালেমে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় এদিন আল আকসায় বিপুল সংখ্যক মুসলমান ধর্মাবলম্বী সমবেত হয়েছিলেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মাগরিবের নামাজের পর কয়েক হাজার মানুষ ‘দাঙ্গা শুরু করলে’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়। সংঘর্ষের সময় আল-আকসা মসজিদের এক কর্মকর্তা মসজিদের লাউডস্পিকারে সবাইকে শান্ত হওয়ারও আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জেরুজালেমে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ভেনেস্ল্যান্ড শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকেই জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত পবিত্র স্থাপনার স্থিতাবস্থার প্রতি সম্মান দেখাতে অনুরোধ করেছেন। উচ্ছেদের চিন্তা বাতিল ও বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা