বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ফিলিস্তিনিদের হত্যার ব্যবস্থা করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের হত্যার ব্যবস্থা করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গাজা উপত্যকার ধ্বংসলীলার কিছু ছবি প্রকাশ করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের ছবি প্রকাশ করে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। জারিফ বলেছেন, যখন নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েল বৃষ্টির মতো বোমা হামলা চালাচ্ছে তখন তেলআবিবের কাছে মার্কিন প্রশাসন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করছে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে আরও নিখুঁতভাবে হত্যা করতে পারে।

জাওয়াদ জারিফ আরও বলেছেন, একই সময় মার্কিন সরকারের আপত্তির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ববাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং তার সমর্থক কিংবা সহযোগীদের অমানবিক চেহাররগুলো চিনে রাখছে।

সর্বশেষ খবর