সাংবাদিকদের সবচেয়ে বড় সম্পদ নিউজ সোর্স বা উৎস। আর এই সোর্স কারা তা জানতে মরিয়া মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়। ট্রাম্প প্রশাসনের শেষ কয় সপ্তাহজুড়ে দেশটির আইন মন্ত্রণালয় নিউইয়র্ক টাইমস পত্রিকার ৪ সাংবাদিকের ইমেইল সংগ্রহ করতে গোপন আইনি লড়াইয়ে নামে। আর এই লড়াই অব্যাহত থাকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সময়েও। মূলত, টাইমস সাংবাদিকদের সূত্র কারা, তা খুঁজে বের করতেই ওই প্রচেষ্টা চালায় মার্কিন সরকার। নিউইয়র্ক টাইমসেরই এক আইনজীবী সম্প্রতি বিষয়টি খোলাসা করেছেন। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই আইনি পদক্ষেপের বিষয়ে টাইমসকে কিছু জানায়নি। অপরদিকে বাইডেন প্রশাসনও ওই লড়াই চালিয়ে যায় গত বছর পর্যন্ত। তবে এ বিষয়ে পত্রিকার কয়েকজন নির্বাহীকে সরকারের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও, এটি যেন প্রকাশ না করা হয়, সেজন্য আদালতের নির্দেশও সংগ্রহ করে বাইডেন প্রশাসন। ওই আদেশের কারণে ই-মেইল সংগ্রহের ওই প্রচেষ্টা সম্পর্কে টাইমসের নির্বাহীরা নিজেদের পত্রিকার কোনো সাংবাদিককেও বিষয়টি সম্পর্কে অবহিত করতে পারেননি। ডেভিড ম্যাকক্র নামে ওই আইনজীবী বলেন, অতি সম্প্রতি একটি কেন্দ্রীয় আদালত ওই আদেশ প্রত্যাহার করে। এ কারণেই তিনি প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলতে পারছেন। সরকার মূলত চেয়েছিল গুগল যেন টাইমসের ই-মেইল তাদের কাছে হস্তান্তর করে। তবে গুগল এতে সম্মত হয়নি। এরপরই বিষয়টি আদালতে গড়ায়। এর আগে ওয়াশিংটন পোস্ট ও সিএনএন-এর কয়েকজন সাংবাদিককেও একই রকম প্রচেষ্টার বিষয়ে জানায় বাইডেন প্রশাসন। আর তার দুই দিন পরই টাইমসের আইনজীবী পুরো বিষয়টি জনসম্মুখে প্রকাশ করলেন। টাইমসের সম্পাদক ডিন ব্যাকুয়েট উভয় প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের এই কার্যকলাম বাকস্বাধীনতার ওপর আক্রমণের শামিল। তিনি বলেন, ‘গুগল সরকারের দাবিতে সম্মত না হয়ে সঠিক কাজ করেছে। তবে বিষয়টি এত দূর আসাই উচিত ছিল না।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল