আমেরিকার ম্যাসাচুসেটসের একটি দ্বীপে এই ঘটনা। বছর ছাপান্নের মৎস্যজীবী মাইকেল প্যাকার্ড তাঁর এক সহযোগীকে নিয়ে সমুদ্রে চিংড়ি ধরতে নেমেছিলেন। তিনি একজন লবস্টার (বড় চিংড়ি) শিকারি। ভালো একজন ডুবুরিও। ঘটনার দিনও তাই করছিলেন। কিন্তু সেদিন পাানির নিচে হঠাৎই সব অন্ধকার দেখেন মাইকেল। অনুভব করেন তীব্র ঝাঁকুনিও। মাইকেল সমুদ্রের যে-অঞ্চলে মাছ ধরছিলেন সেখানে হাঙরের আনাগোনা থাকেই। তাই প্রথমে ভেবেছিলেন, তিনি বোধ হয় হাঙরের খপ্পরেই পড়েছেন। কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারেন, এ আর যাই হোক হাঙর নয়। কেননা, তাঁর শরীরে কোনো যন্ত্রণা অনুভব করছিলেন না তিনি। এমনকি তাজ্জব যে, তখন তাঁর শ্বাস-প্রশ্বাসও চলছিল! মুহূর্তখানেক পরে তিনি বোঝেন, তিনি এক দৈত্যাকার তিমির কবলেই পড়েছিলেন। এ অবস্থায় ছিলেন ৩০ সেকেন্ড। কেননা, ততক্ষণে তিনি তার কবল থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁকে ধরেছিল একটি হাম্পব্যাক তিমি। বিপুল হাঁ করে তাঁকে গিলে নিয়েছিল তিমিটি। কিন্তু আস্ত মানুষ গিলতে না পেরে কয়েক মুহূর্ত পরই মাইকেলকে উগরে দেয় সে। তিমিটি মাইকেলকে উগরে দেওয়ার পরেই তিনি কোনো রকমে সাঁতার কেটে সহযোগীর কাছে পৌঁছান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাসাচুসেটসের ‘সেন্টার ফর কোস্টাল স্টাডিজে’র এক তিমি বিশেষজ্ঞ বলেন, এটা মোটেই কোনো অবিশ্বাস্য ব্যাপার নয়। তবে ভাগ্য ভালো বলে বেঁচে ফিরেছেন। জুক আরও জানান, খিদে মেটাতে হাঁ করে মাছের ঝাঁকের দিকে ছুটে যায় তিমি। তখনই একসঙ্গে অনেক মাছ ও পানি তার মুখে ঢোকে। এর সঙ্গেই মাইকেলও ঢুকে গিয়েছিল হয়তো। হাঁ বড় হলেও হয়তো তিমির গলা সরু ছিল। তাই গিলতে না পেরে মাইকেলকে উগরে দেয় এটি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
তিমির গ্রাস থেকে বাঁচা!
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর